Episodes
সূরা আত-তালাক‌ (আরবি ভাষায়: الطّلاق) । শ্রেণী: মাদানী সূরা, নামের অর্থ: তালাক, সূরার ক্রম: ৬৫, আয়াতের সংখ্যা: ১২, পারার ক্রম: ২৮, রুকুর সংখ্যা: ২, সিজদাহ্‌র সংখ্যা: নেই । নামকরণ: এই সূরাটির বিষয় বস্তু হচ্ছে 'তালাক' এবং তালাকের হুকুম-আহকাম প্রভৃতি নিয়ে এই সূরাটিতে বিশদ আলোচনা করা হয়েছে বিধায় এই সূরার নাম হিসাবে এটি গৃহীত হয়েছে; অর্থাৎ, যে সূরার মধ্যে الطّلاق (‘তালাক‌’) সম্পর্কিত বর্ণনা আছে এটি সেই সূরা।
Published 02/22/21
সূরা আল মুজাম্মিল‌ (আরবি ভাষায়: المزّمّل)। শ্রেণী: মাক্কী সূরা, নামের অর্থ: বস্ত্রাচ্ছাদনকারী, সূরার ক্রম: ৭৩, আয়াতের সংখ্যা: ২০, পারার ক্রম: ২৯, রুকুর সংখ্যা: ২, সিজদাহ্‌র সংখ্যা: নেই । নামকরণ: এই সূরাটির প্রথম আয়াতের الْمُزَّمِّلُ বাক্যাংশ থেকে এই সূরার নামটি গৃহীত হয়েছে; অর্থাৎ, যে সূরার মধ্যে المزّمّل (‘মুজাম্মিল‌’) শব্দটি আছে এটি সেই সূরা ।
Published 02/22/21
সূরা আত-তাওবাহ্‌, (আরবি: سورة التوبة‎‎, "অনুশোচনা"), যা সূরা বার'আহ বা বার'আত (প্রত্যাখ্যান) নামেও পরিচিত । আরবি তওবা অর্থ ক্ষমা (Ultimatum) - একে সূরা তওবা বলা হয়, কারণ এতে মুসলমানদের তওবা কবুল হওয়ার বর্ণনা রয়েছে। সূরাটির অন্য নাম হলো বারা'আত - একে বারা'আত বলা হয় কারণ, এতে কাফেরদের তথা অবিশ্বাসীদের সাথে সম্পর্কচ্ছেদ ও তাদের ব্যাপারে দায়িত্ব-মুক্তির উল্লেখ আছে। শ্রেণী: মাদানী, নামের অর্থ: অনুশোচনা অন্য নাম আল-বারাহ্ (শাস্তি থেকে অব্যাহতি), সূরার ক্রম: ৯, আয়াতের সংখ্যা: ১২৯, পারার...
Published 02/21/21
আস ছাফ্‌ফাত , (আরবি: سورة الصافات‎‎, ((সারিবদ্ধভাবে দাঁড়ানো) । শ্রেণী: মাক্কী, সূরার ক্রম: ৩৭, আয়াতের সংখ্যা: ১৮২ । নামকরণ প্রথম আয়াতের وَالصَّافَّاتِ শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে।
Published 02/21/21
আল ইমরান (আরবি ভাষায়: آل عمران‎) । শ্রেণী: মাদানী, নামের অর্থ: 'ইমরানের পরিবার' বা 'ইমরানের বংশধর', সূরার ক্রম: ৩, আয়াতের সংখ্যা: ২০০, পারার ক্রম: ৩ পারা (১-৯১ আয়াত) ৪ পারা (৯২-২০০ আয়াত), রুকুর সংখ্যা: ২০, সিজদাহ্‌র সংখ্যা: নেই । সম্বোধন ও আলোচ্য বিষয়াবলী: এই বিভিন্ন ভাষণকে এক সাথে মিলিয়ে যে জিনিসটি একে একটি সুগ্রথিত ধারাবাহিক প্রবন্ধে পরিণত করেছে সেটি হচ্ছে এর উদ্দেশ্য, মূল বক্তব্য ও কেন্দ্রীয় বিষয়বস্তুর সামঞ্জস্য ও একমুখীনতা। সূরায় বিশেষ করে দু’টি দলকে সম্বোধন করা হয়েছে। একটি দল...
Published 02/21/21
সূরা আল-বুরুজ (আরবি ভাষায়: البروج‎) । শ্রেণী: মাক্কী সূরা, নামের অর্থ: নক্ষত্রপুঞ্জ, সূরার ক্রম: ৮৫, আয়াতের সংখ্যা: ২২, পারার ক্রম: ৩০, রুকুর সংখ্যা: ১, সিজদাহ্‌র সংখ্যা: নেই । নামকরণ: এই সূরাটির প্রথম আয়াতের اَلْبُرُوْجَ বাক্যাংশ থেকে এই সূরার নামটি গৃহীত হয়েছে; অর্থাৎ, যে সূরাটিতে البروج (‘বুরুজ‌’) শব্দটি রয়েছে এটি সেই সূরা।
Published 02/21/21
সূরা আল-ক্বিয়ামাহ‌ (আরবি ভাষায়: القيامة) । শ্রেণী: মাক্কী সূরা, নামের অর্থ: মহাপ্রলয় - পুনরুত্থান, অবতীর্ণ হওয়ার সময়: হিজরত-পূর্ব, সূরার ক্রম: ৭৫, আয়াতের সংখ্যা: ৪০, পারার ক্রম: ২৯, মঞ্জিল নং: ৭, রুকুর সংখ্যা: ২, সিজদাহ্‌র সংখ্যা: নেই । শানে নুযূল: ইসলাম ধর্ম প্রচারকালীন সময় নবী মুহাম্মদকে কাফেররা ক্বিয়ামাত সম্পর্কে বিভিন্ন প্রকার প্রশ্ন করতো; এসকল প্রশ্নের উত্তরে এই সূরাটি অবতীর্ণ হয়। ব্যাখ্যা: এই সূরাটি কেয়ামত সম্পর্কে সন্দেহের অবসান ঘটিয়েছে। এই সূরায় বলা হয়েছে আগে কাফেরেরা...
Published 02/21/21
সূরা ইউনুস (আরবি ভাষায়: سورة يونس‎) । এই সূরাটিতে কোরাআন পাক ও ইসলামের মৌলিক উদ্দেশ্যাবলী- তওহীদ, রিসালাত, আখিরাত ইত্যাদি বিষয়ের যথার্থতা বিশ্বচরাচর এবং তার মধ্যকার পরিবর্তন-পরিবর্তনশীল ঘটনাবলীর মাধ্যমে প্রমাণ দেখিয়ে ভালো করে বোধগম্য করার ব্যবস্থা করা হয়েছে। সাথে সাথে কিছু উপদেশমূলক, ঐতিহাসিক ঘটনাবলী এবং কাহিনীর অবতারণা করে সে সমস্ত লোকদেরকে সতর্ক করা হয়েছে যারা আল্লাহ্‌ তাআলার এ সব প্রকাশ্য নিদর্শনসমূহের উপর একটু চিন্তা করে না। শ্রেণী: মক্কী সূরা, নামের অর্থ: নবী ইউনুস, সূরার...
Published 02/21/21
আল ফাজ্‌র (আরবি: سورة الفجر‎‎) । এই সূরাতে প্রাচীনকালের কয়েকটি অবিশ্বাসী জাতির ধ্বংস হওয়ার কাহিনী বর্ণনা করা হয়েছে। এছাড়া অর্থলিপ্সু ও নির্দয় লোকদের সমালোচনাও এই সূরায় বিদ্যমান। এখানে সৎ ও সত্যপন্থীদেরকে জান্নাতের সুসংবাদও দেয়া হয়েছে। এই সূরার শুরুতে প্রভাত বেলার শপথ করে বক্তব্য সূচনা করা হয়েছে। শ্রেণী: মক্কী সূরা, নামের অর্থ: ভোর - প্রভাত, অবতীর্ণ হওয়ার সময়: মাক্কী যুগের এমন এক সময় যখন মুসলিমগণ চরমভাবে নির্যাতিত হচ্ছিলেন । সূরার ক্রম: ৮৯ আয়াতের সংখ্যা: ৩০, পারার ক্রম: ৩০, রুকুর...
Published 02/21/21
সূরা মারইয়াম (আরবি ভাষায়: سورة مريم‎‎) । এই সূরাটির প্রথমে হযরত জাকারিয়া এর প্রার্থনার কথা, পরে বিবি মরিয়ম এবং পুত্র হযরত ঈসা-এর সম্পর্কে বলা হয়েছে। শ্রেণী: মাক্কী সূরা, নামের অর্থ: বিবি মরিয়ম (নবী ঈসা-এর মাতা), সূরার ক্রম: ১৯, আয়াতের সংখ্যা: ৯৮, পারার ক্রম: ১৬, রুকুর সংখ্যা: ৬, সিজদাহ্‌র সংখ্যা: ১ (৫৮ নং আয়াতে) । নামকরণ: এই সূরাটির ষোড়শ আয়াতের وَاذْكُرْفِيالْكِتَابِمَرْيَمَ বাক্যাংশ থেকে এই সূরার নামটি গৃহীত হয়েছে; অর্থ্যাৎ এটি সেই সূরা যাতে بِمَرْيَمَ শব্দটি আছে। নাযিল হওয়ার...
Published 02/21/21
সূরা ইব্রাহীম , (আরবি: سورة ابراهيم‎‎, (নবী ইব্রাহিম) । শ্রেণী: মাক্কী, নামের অর্থ: (নবী ইব্রাহিম), সূরার ক্রম: ১৪, আয়াতের সংখ্যা: ৫২ । নামকরণ: এই সূরার ৩৫ নং আয়াতে উল্লেখিত وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا বাক্যাংশ থেকে পবিত্র সূরার নামকরণ করা হয়। পবিত্র এ সূরায় ইব্রাহীম জীবন বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে।অন্যান্য সূরার ন্যায় এখানেও আলামত হিসেবে এ নাম ব্যবহৃত হয়েছে। বিশেষত্ব: এই সুরার বিশেষত্ব হচেছ এই সুরাটি পূর্বোক্ত (সুরা রাদ) সুরাটির শেষ অংশ বিশেষ হিসেবে...
Published 02/21/21
সূরা হুদ (আরবি: سورة هود‎‎) । শ্রেণী: মক্কী সূরা, নামের অর্থ: নবী হুদ, সূরার ক্রম: ১১, আয়াতের সংখ্যা: ১২৩, পারার ক্রম: ১১, রুকুর সংখ্যা: ১০, সিজদাহ্‌র সংখ্যা: নেই । বিষয়বস্তু: কোরআন-এর ১০ম থেকে ১৫তম সুরাগুলিতে ইসলামের বিভিন্ন নবীর কাহিনী বর্ণনা করা হয়েছে। এই সূরাটিতে ৫০ থেকে ৬০ নং আয়াতে নবী হুদ-এর ঘটনা বর্ণিত হয়েছে।
Published 02/21/21
এটি মাদানী সূরা। এ সূরায় হযরত আয়েশা রা. এর উপর দেওয়া অপবাদ খন্ডন করা হয়েছে। শ্রেণী: মাদানী সূরা, নামের অর্থ: আলো, সূরার ক্রম: ২৪, আয়াতের সংখ্যা: ৬৪, রুকুর সংখ্যা: ৯ । নামকরণ: পঞ্চম রুকূ’র প্রথম আয়াত তথা ৩৫ তম আয়াত থেকে সূরার নাম গৃহীত হয়েছে । উক্ত আল্লাহ নিজের পরিচয় তুলে ধরতে গিয়ে নূর শব্দ ব্যবহার করেছেন। শানেনুযুল: এ সূরাটি যে বনু মুসতালিক যুদ্ধের সময় নাযিল হয়, এ বিষয়ে সবাই একমত । কুরআনের বর্ণনা থেকে জানা যায় যে, হযরত আয়েশার বিরুদ্ধে মিথ্যাচারের ঘটনা প্রসংগে এটি নাযিল হয় ।...
Published 02/05/21
আল আহ্‌যাব , (আরবি: سورة الأحزاب‎‎, (জোট) । এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৭৩ টি। শ্রেণী: মাদানী, নামের অর্থ: (সিজদা), সূরার ক্রম: ৩৩, আয়াতের সংখ্যা: ৭৩ । এই সূরাটিতে মুসলমানদেরকে আল্লাহর দয়া ও ক্ষমতা স্মরণ করিয়ে দেয়ার জন্য খন্দকের যুদ্ধে আল্লাহ তালা যে মদিনা আক্রমণকারী গোত্রদেরকে যেভাবে পরাভূত করেছিলেন তা উল্লেখ করা হয়েছে। যেহেতু এটি একটি মাদানী সূরা, অন্যান্য মাদানি সূরার মত এতেও বিধি বিধান প্রদান করা হয়েছে, যা ছিল নবী ও তার স্ত্রীদের সাথে আচরণ সম্পর্কে এবং...
Published 02/04/21
আল বাকারা (আরবি ভাষায়: سورة البقرة) । আল বাকারা সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। শ্রেণী: মাদানী । নামের অর্থ: গাভী, অবতীর্ণ হওয়ার সময়: হিজরতের পর মাদানী জীবনের শুরুর দিকে । সূরার ক্রম: ২, আয়াতের সংখ্যা: ২৮৬, পারার ক্রম: ১ (১-১৪১ আয়াত) ২ (১৪২-২৫২ আয়াত) ৩ (২৫৩-২৮৬ আয়াত), রুকুর সংখ্যা: ৪০, সিজদাহ্‌র সংখ্যা: নেই । বাকারাহ মানে গাভী। এ সূরার ৬৭ থেকে ৭৩ নম্বর আয়াত পর্যন্ত হযরত মুসা এর সময়কার বনি ইসরাইল এর গাভী কুরবানীর ঘটনা উল্লেখ থাকার কারণে এর এই নামকরণ করা হয়েছে। কুরআন মাজীদের প্রত্যেকটি...
Published 02/04/21
সূরা আর রহমান (আরবি: الرحمن) আল কুরআনের ৫৫ তম সূরা; এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৭৮ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ৩। সূরা আর রহমান মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় জ্বীন ও মানব জাতিকে উদ্দেশ্য করে বারবার প্রশ্ন করা হয়েছে, "অতএব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?" এ আয়াতটি ৩১ বার রয়েছে। এই সূরার শিরোনাম, যেটি সূরার প্রথম আয়াতে বলা হয়েছে যার অর্থ “পরম দয়াময় আল্লাহ”। এ সূরার মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ তা’আলার রহমতের পরিচায়ক গুণাবলী ও তার বাস্তব ফলাফলের উল্লেখ...
Published 01/29/21
শ্রেণী: মাক্কী সূরা, নামের অর্থ: সার্বভৌম কর্তৃত্ব, পরিসংখ্যান- সূরার ক্রম: ৬৭, আয়াতের সংখ্যা: ৩০, পারার ক্রম: ২৯, রুকুর সংখ্যা: ২, সিজদাহ্‌র সংখ্যা: নেই । নামকরণ এই সূরাটির প্রথম আয়াতের تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ বাক্যাংশের الْمُلْكُ অংশ থেকে এই সূরার নামটি গৃহীত হয়েছে; অর্থাৎ, যে সূরার মধ্যে الملك (‘মুলক‌’)(আরবি ভাষায়: الملك) শব্দটি আছে এটি সেই সূরা। নাযিল হওয়ার সময় ও স্থান এ সূরাটি কোন সময় নাযিল হয়েছিলো তা কোন নির্ভরযোগ্য বর্ণনা থেকে জানা যায় না। তবে বিষয়বস্তু ও...
Published 01/29/21
বনী-ইসরাঈল বা সূরা ইসরা (আরবি ভাষায়: سورة الإسراء) । কুরআনের ১৭ তম সূরা, এর আয়াত সংখ্যা ১১১ টি এবং এর রূকুর সংখ্যা ১২ টি। বনী-ইসরাঈল সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরা মুহাম্মাদ এর মেরাজের কথা, পিতা-মাতার ও আত্মীয়-স্বজনের হক, এতীমদের সম্পর্কে, ওয়াদা করার সম্পর্কে, নামায সম্পর্কে, রূহু সম্পর্কে কুরাইশদের প্রশ্ন, বলা হয়েছে। শ্রেণী: মক্কী সূরা, নামের অর্থ: রাত্রির যাত্রা অন্য নাম ইহুদী জাতি । পরিসংখ্যান- সূরার ক্রম: ১৭, আয়াতের সংখ্যা: ১১১, পারার ক্রম: ১৫, রুকুর...
Published 01/22/21
সূরা আল-হাশর‌ মদীনায় অবতীর্ণ হয়েছে। শ্রেণী: মাদানী সূরা, নামের অর্থ: সমাবেশ, সূরার ক্রম: ৫৯, আয়াতের সংখ্যা: ২৪, পারার ক্রম: ২৮, সিজদাহ্‌র সংখ্যা: নেই । নামকরণ : এই সূরাটির দ্বিতীয় আয়াতের أَخْرَجَ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ مِنْ دِيَارِهِمْ لِأَوَّلِ الْحَشْرِ বাক্যাংশের الْحَشْرِ অংশ থেকে এই সূরার নামটি গৃহীত হয়েছে; অর্থাৎ, যে সূরার মধ্যে الْحَشْرِ (‘হাশর‌’) শব্দটি আছে এটি সেই সূরা।
Published 01/20/21
এর আয়াত সংখ্যা ৮৩টি এবং এর রূকুর সংখ্যা ৫টি। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এক হাদিসে মুহাম্মাদ (সঃ) বলেন, এই সূরাকে কোরআনের হৃৎপিণ্ড বলা হয় । নাম : এই সূরা ইয়াসীন নামে প্রসিদ্ধ। এক হাদীসে এ সূরাকে "আয়ীমা" বলা হয়েছে এবং অপর এক হাদীসে পাওয়া যে, তওরাতে এ সূরাকে "মুয়িম্মাহ" বলে উল্লেখিত রয়েছে। এই সূরার পাঠকের নাম "শরীফ" বলে বর্ণিত আছে। আর বলা হয়েছে যে, কেয়ামতের দিন এর সুপারিশ "রবীয়া" গোত্র তুলনায় অধিকসংখ্যাক লোকের জন্য কবুল হবে। এছাড়া বিভিন্ন রেওয়ায়েতে এর নাম...
Published 01/20/21