কবি নজরুল ইসলাম Kazi Nazrul Islam : The national poet of Bangladesh
Listen now
Description
কবি কথা বলেন প্রতীকের মাধ্যমে? ব্যক্তি ভেদে প্রতীকের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন। কবি নজরুল ইসলাম অভিমানের সুরে বলেছেন, আমাকে তো জাগতেই হবে। মায়েরা যদি তাদের সন্তানদের ঘুম পাড়িয়ে রাখে তবে কিভাবে মুক্তি হবে? এখানে মা হচ্ছে দেশের প্রতীক। একটি নতুন সভ্যতার জন্ম দিতে যখন কিছু মানুষ রাজপথে নেমে আসে; ধমক দিয়ে বলে, “হয় নি সকাল ঘুমোও এখন”। এখানে দেশের প্রতীক না ধরে যদি জরাজীর্ণ সমাজের প্রতীক ধরা হয় তবে নতুন প্রতীক ব্যাখ্যা হবে; একটি নতুন সভ্যতার জন্ম দিতে যখন মানুষ বিপ্লবের স্বপ্ন দেখে, তখন প্রাচীনপন্থীরা তাদের সংস্কারকেই আঁকড়ে ধরে রাখতে চায়। তারা ধমক দিয়ে বলে, “হয় নি সকাল ঘুমোও এখন”।
More Episodes
In a land there was a tyrant king. During the reign of that king, there was a cruel practice of burning girl children. A young boy named Mo was disturbed by this scene. He believed everyone should be treated equally in society. He remembered God’s word; All are equal. Mo decided to speak against...
Published 06/22/24
Published 06/22/24
একবার গৌতম বুদ্ধ তাঁর কয়েকজন অনুসারী নিয়ে ভ্রমণ করছিলেন । পথে এক হ্রদ পড়লে বুদ্ধ তাঁর শিষ্যদের একজনকে বললেন, "আমি তৃষ্ণার্ত। আমার জন্য হ্রদ থেকে কিছু পানি আনো।" শিষ্য হ্রদে গিয়ে পৌঁছানো মাত্র একটি গরুর গাড়ি হ্রদ অতিক্রম করতে শুরু করে। ফলে পানিতে ঘূর্ণন ওঠে এবং তা কর্দমাক্ত হয়ে যায়। শিষ্য ভাবলো...
Published 06/19/24