লোকপুরের ফিভার ওয়ার্ডের সামনে অসুস্থ রোগী উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য!
Listen now
Description
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়ার লোকপুরের ফিভার ওয়ার্ডের সামনে এক রোগী অসুস্থ হয়ে পড়ে থাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার মানুষজন অবশ্য মানবিকতার পরিচয় দিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। পুলিশ এসে এই অসুস্থ ব্যক্তির চিকিৎসার তদারকি করে। জানা যাচ্ছে এই ব্যক্তি শহরের আশ্রম পাড়া এলাকার বাসিন্দা। এবং হার্টের রোগী। সম্ভবত হাসপাতালে দেখাতে আসার পথেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে মনে করস হচ্ছে।
More Episodes
জেলায় এই প্রথম চালু হল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। শহরের খ্রিস্টান কলেজে এই মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্গাপুর ডায়াসিস এর বিশপ রেভারেন্ড সমীর ইসাক খিমলা।পাশাপাশি কলেজের অডিটোরিয়াম ও প্রবেশ তোরণেরও আনুষ্ঠানিক উদ্বোধন হল এদিন।
Published 10/31/20
Published 10/31/20
রাজ্য সরকারের পাপ মোচনে মাথা মুড়িয়ে শিব মন্দিরে প্রায়শ্চিত্ত সাংসদ সৌমিত্রের, সেই সাথে যুব মোর্চার কর্মীদের সকাল,সন্ধ্যা ত্রিশূল সাথে রাখার নিদান।
Published 08/18/20