Episodes
পথ দূর্ঘটনায় মৃত্যু দুই বাইক আরোহীর, মেজিয়ায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।
Published 07/31/20
রাতে সিভিক পুলিশের তান্ডবের পর সকালেই ঘর ছাড়া এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় বিক্ষোভে উত্তাল বাঁকুড়ার পাত্রসায়র থানার মোজকুড়ি গ্রাম।
Published 07/30/20
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ লকডাউন বজায় রাখতে জেলার জঙ্গল মহল জুড়ে লাঠি উঁচিয়ে মানুষজনকে বাগে আনতে রাজ পথে যথেষ্ট দাপাদাপি করতে হল পুলিশ বাহিনীকে। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬০০ এর গন্ডি টপকালেও জঙ্গল মহলে লকডাউন উপেক্ষা করার বিরাম নেই। তাই তালডাংরা, সিমলাপাল, লক্ষ্মীসাগর,বিবড়দা, বিক্রমপুর প্রায় সর্বত্রই পুলিশের কমব্যাট বাহিনী কে লাঠি উঁচিয়ে ছোটাছুটি করতে হল দিনভর। তারই ফাঁকে হাড়মাসড়ায় ধরা পড়ল বাজারের যাত্রী প্রতিক্ষালয়ে স্যানিটাইজড করার তৎপরতা। অন্যদিকে, লকডাউনে তুলনামুলক শুনসান...
Published 07/29/20
শহরে করোনার দাপট অব্যাহত,আক্রান্ত ৩৪ জন,টেস্টে জোর পুরসভার,একদিনে তিন পাড়ায় লালারসের নমুনা সংগ্রহ করল মেডিকেল টিম।
Published 07/29/20
বাঁকুড়া জেলায় ১৮ দিনেই করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে ৬০৬,একদিনে আক্রান্ত ৪৮ জন।
Published 07/28/20
চলন্ত বাইকে জুনিয়ার ডাক্তার প্রেমিক যুগলের আলিঙ্গন,নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কায় মৃত্যু গ্রামবাসীর,উত্তাল বাদুলাড়া।বিশাল পুলিশ বাহিনী গ্রামে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
Published 07/28/20
জেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় মৃত ৫, ওন্দা ব্লকে ৩ জন এবং বাঁকুড়া ও জি ঘাটিতে ১ জন করে প্রাণ হারালেন।
Published 07/27/20
এবার করোনা দ্রুত ছড়াচ্ছে বাঁকুড়া পুর শহরেও! শহরেই সক্রিয় আক্রান্ত ২৮ জন,যাদের মধ্যে রয়েছেন ৭ পুলিশ কর্মীও।
Published 07/27/20
বাঁকুড়া জেলায় তিন পুর শহর বাঁকুড়া, বিষ্ণুপুর,ও সোনামুখীতে লকডাউনের দিন সংখ্যা কমল।২৬ থেকে ২৮ জুলাই জারি লকডাউন।আর ২৯ শে লকডাউন সারা জেলা জুড়ে।
Published 07/26/20
বাঁকুড়ায় একদিনে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত,বড়জোড়ার দুই পুলিশ ব্যাটেলিয়ানে সমানে বাড়ছে আক্রান্তের হার।
Published 07/25/20
লরির সাথে মারুতির ধাক্কা,চালকের আসনে বসা কোলিয়ারী কর্মী চেপ্টে যাওয়া কেবিনে দীর্ঘক্ষণ আটকে থেকে প্রাণ হারেলেন! বাঁকুড়ার শালতোড়া- মেজিয়া রাজ্য সড়কের জেমুয়ার ঘটনা।
Published 07/25/20
তালডাংরায় বাজ পড়ে মৃত বাবা ও ছেলে, শোকের ছায়া গ্রাম জুড়ে।
Published 07/25/20
বাঁকুড়া জেলার দশ দিকের দশ বাছাই খবরের অডিও রাউন্ডআপ শুনুন। আপডেট থাকুন জেলার খবরে।
Published 07/24/20
বড়ো খবর : ২৬ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত তিন পুর শহর জুড়ে লকডাউনের নির্দেশ বাঁকুড়া জেলা প্রশাসনের।
Published 07/24/20
শ্যামলের ওপরই আস্থা নেত্রীর,ফের তৃণমূলের জেলা সভাপতির দায়িত্বে তিনি,বিষ্ণুপুর যুব তৃণমূলের নুতন সভানেত্রী আর্চিতা বিদ।
Published 07/23/20
শুনুন ২১ জুলাইয়ের জেলার দশ দিকের দশ বাছাই খবরের তাজা অডিও রাউন্ডআপ।
Published 07/21/20
বাঁকুড়ার হেভীর মোড়ে দশটি লরির সিরিয়াল ধাক্কা! তিন জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।
Published 07/20/20
শুনুন বাঁকুড়া জেলার দশ দিকের দশ বাছাই খবরের অডিও রাউন্ডআপ । জেলার সব খবরের আপডেট।
Published 07/20/20
Bankura24X7 is a Dedicated News and Current Affairs Podcast Exclusively for Bankura District,West Bengal,India.
Published 07/19/20