ইসলামে নারীর অধিকার ও মর্যাদা | সৈয়দুনা হযরত আমীরুল মুমিনিন
Listen now
Description
সৈয়দুনা হযরত আমীরুল মুমিনীন খলীফাতুল মসীহ আল খামেস (আইঃ) গত ৬-৭-৮ ই আগস্ট ২০২১ ইং তারিখে অনুষ্ঠিত যুক্তরাজ্যের ৫৫ তম জলসায় নারীদের উদ্দেশ্যে বক্তৃতায় ইসলাম নারীদের বিভিন্ন ক্ষেত্রে কি কি অধিকার এবং মর্যাদা প্রদান করেছে সে বিষয়ে সবিস্তারে বর্ণনা করেন। হুযুর তথাকথিত প্রগতিশীলতার নামে নারী স্বাধীনতার আসল রূপ তুলে ধরেন এবং নারীর মর্যাদা কেন ইসলামেই সঠিকভাবে নিরূপিত হয়েছে সে বিষয়ে সবিস্তারে আলোচনা করেন। এই বক্তব্যের ভিডিও লিংক-  https://fb.watch/7hSJREv6Ha/
More Episodes
জলসা সালানা হল আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের আনুষ্ঠানিক, বার্ষিক  সমাবেশ, যেটি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ দ্বারা  প্রবর্তিত, যিনি নিজেকে শেষ দিনের প্রতিশ্রুত মসীহ এবং মাহদী বলে দাবি  করেছিলেন। বিস্তারিত- https://ahmadiyyabangla.org
Published 03/21/22
ইসলামে খেলাফত ও এর গুরুত্ব সম্পর্কে মোহতরম আব্দুল মজিদ তাহের সাহেবের জ্ঞানগর্ভ বক্তব্য শুনুন। বক্তব্যের ভিডিও লিংক- https://fb.watch/7i2rVMuypE/
Published 08/10/21