Ep7 Voice of Bangladesh to the World development stage / বিশ্বের বুকে বাংলাদেশের কন্ঠস্বর_Farah Kabir with Rumana Kabir
Description
Farah Kabir is an activist from Bangladesh and has led the world development stage to amplify voices against injustice. In this episode, Farah Kabir highlights the root causes of disasters worldwide, from a human rights perspective. She also celebrates the achievements made in Bangladesh, such as creating dignified lives for street children, and acid survivors; and rebuilding resilient homes by bringing in the local government, and the professionals to address the on-ground needs of people. Farah Kabir also points out how global injustice affects Bangladesh, showing us the links between climate displacements, fast fashion and consumerism, and how we are fighting against it. Finally, Farah Kabir, shows hope by presenting the vision that Bangladesh possesses, such as using renewable energy sources, establishing a climate trust fund, and many other visionary initiatives, that the world has much to learn from. বিশ্বের বুকে বাংলাদেশের কন্ঠস্বরঃ ফারাহ কবির হলেন বাংলাদেশের একজন লড়াকু উন্নয়ন কর্মী যিনি বাংলাদেশের হয়ে বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। আমাদের পডকাস্টটির এই পর্বে তিনি দূর্যোগ ঘটে যাওয়ার মূল কারণ গুলো ব্যাখ্যা করেন একজন মানুষের অধিকারের দৃষ্টিকোণ থেকে। এছাড়াও তিনি পরিবর্তন হতে সৃষ্টি হওয়া সুন্দর গল্পগুলো উদযাপনও করেন। যেমন: পথশিশুদের পড়াশোনায় সাফল্যে কিংবা এসিড দগ্ধ হয়েও উঠে এসে সাফল্য পাওয়া কোন তরূণীর আনন্দে আনন্দিত হন তিনি। এবং এসব পথশিশু ও তরুণীদের জন্য বাংলাদেশ সরকারের হস্তক্ষেপে তাদের পুনঃর্বাসনের ব্যবস্থাও করেন তিনি। ফারাহ কবির এটাও উল্লেখ করেন কিভাবে বৈশ্বিক অন্যায়ের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। এরজন্য জলবায়ু পরিবর্তন ও পরিকল্পনাবিহীন কাঠামোগত উন্নয়নকে দায়ী করেন, এবং এটাও উল্লেখ করেন কিভাবে আমরা প্রতিনিয়ত এই দূর্যোগের সাথে যুদ্ধ করে যাচ্ছি। সবশেষে ফারাহ কবির বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদাহরণ দিয়ে আশা ব্যক্ত করেন। নবায়নযোগ্য শক্তির সুন্দর ব্যবহার ও জলবায়ু উন্নয়নের লক্ষ্যে তৈরী করা Climate Trust Fund এর কথা উল্লেখ করে তিনি বলেন যে এই কাজগুলো থেকে বিশ্বের ও অনেক কিছু শেখার আছে আমাদের কাছ থেকে।
---
Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/my-mars-mantra/message
Listen to Taufiqur Rahman Khan to learn from our history. In this episode of My MARS mantra podcast, you will learn how to define ourselves as a Bangladeshi Global
Citizen, where did our Bengali identity start, what does an independent Bangladesh mean to us and for our future generations....
Published 10/18/24
My MARS mantra invites Rafia Safa, to celebrate the
achievement of July Revolution 2024 in Bangladesh and helps us to understand how people are responding the devastating floods at local level. Rafia is a
writer and a business graduate from Chittagong University. Rafia was inspired by her...
Published 10/04/24