Description
শঙ্খধ্বনি আজ থেমে গেছে,
যে শঙ্খধ্বনি প্রতিধ্বনিত হতো
এই বাংলার প্রতিটি কোণে,
যে শঙ্খ ধ্বনি ত্রাস সঞ্চার করত দুর্বৃত্তের মনে,
সেই শঙ্খ ধ্বনি আজ স্তব্ধ।
তবু সেই শঙ্খের অনুরণন আজও রয়ে গেছে
আমাদের শয়নে- স্বপনে প্রতিটি ক্ষণে।
আমাদের অনুপ্রেরণায় , আমাদের চিন্তনে।
বিজ্ঞাপনে ডেকেছে মুখ,
মনের মাঝে জমেছে অসুখ,
তবু সব শঙ্কা হয়েছে দূর
যখনই ভেসে আসে শঙ্খের সুর।
আজ সেই শঙ্খের আহ্বানে,
হাজার সূর্য জেগে ওঠে দেখো
মুক্তির জয়গানে।