শেষ খেয়া
Listen now
Description
শেষ খেয়া --------------------------------------------------- নৈঃশব্দের কাছে নিঃশর্ত পরাজয়ের প্রস্তুতি নিতে, শহুরে গুঞ্জন, অট্টালিকার অট্টহাসি, আর আলোর উৎসব ছেড়ে, আঁধারের কূয়াশা ভেজা নিঃপৃহ নদীর পাশের, পৃথিবীর শেষ খেয়ার কাছে আসতে, বড়ই ভালোলাগে আজকাল। প্রতিশ্রুতি বদ্ধ এই পরিভ্রমণে, আমারা মাত্র মুহূর্তের মুসাফির , ক্ষয়িষ্ণু, ক্ষণপ্রভ, ক্ষণজন্মা জীবন জেনেও ; সমুদ্র সৈকতে আমাদের গড়া বালির ভাস্কর্য ;অক্ষয় করার কী অদম্য প্রায়াস ! দেখে মুচকি হাসে মহাকাল। তবু চেনা পথের অচেনা অনুভবে মুখরিত হতে মাঝে মাঝে কুয়াশার কান্না ভেজা নিঃস্পৃহ নরম নদীর কাছের পৃথিবীর শেষ খেয়ার কাছে আসি। অনেক তো হল তুচ্ছতার দরাদরি, সাফল্যের মিথ্যা আস্ফালন। বেলা শেষের মেলা শেষে পরে থাকবে শুধু ই শুণ্যতা, শুধু ই ক্ষতির ক্ষতিয়াণ , তবুও শিউলি ফুলের শব দেহের উপর দাঁড়িয়ে প্রার্থনা করি, পুনঃ পুনঃ প্রত্যাবর্তনের। জানি একদিন না একদিন মেনে নিতে হবেই - নৈঃশব্দের কাছে নিঃশর্ত পরাজয়, আমাকেও পৌঁছে দেওয়া হবে আঁধার আর কুয়াশার কান্না ভেজা নিঃস্পৃহ নরম নদীর কাছের পৃথিবীর শেষ খেয়ায় প্রত্যাবর্তন হীন চির প্রস্থানের পথে। Written by Tapas Das.
More Episodes
রচনা - সোহরাব হোসেন , উপস্থাপনায় - সাবির হোসেন
Published 06/29/21
Published 06/29/21
রচনা - কাজল দত্ত, উপস্থাপনায়- সাবির হোসেন
Published 06/29/21