তোমাকে একটি চিঠি
Listen now
Description
লালসাংলিয়ানি রালতে (মিজোরাম) তোমাকে একটি চিঠি আমি তোমাকে নিয়ে একটি কবিতা লিখতে চেয়েছিলাম। যে তুমি, আমার দীর্ঘদিনের আবেগ। আমি বসলাম জানালার ধারে আমার ডেস্কটায়, যেখান থেকে দেখা যায় তারাভরা রাত কত সুন্দর । আমার মনে পড়ছে, তুমিও বসেছিলে আমার পাশেই, নিঃশব্দে, যেন ব্যাঘাত না ঘটে আমার লেখায় । আমি চেষ্টা করলাম, আমার প্রথম পংক্তিটি লিখতে, চেষ্টা করলাম আমার অনুভূতিকে শব্দে আঁকতে। কাব্যের ছন্দে আমি চাইলাম তোমাকে বলতে, কিভাবে আমি তোমার মধ্যে খুঁজে পেয়েছি নিজেকে। তুমি, কতটা মূল্যবান আমার কাছে; আমার বাতাস, আমার জল আমার সূর্য । আমার হাত কাঁপতে লাগলো যখন আমি তোমার নাম লিখলাম। আমি চাইছিলাম তোমার নামটাই আমার কবিতার প্রথম শব্দ হোক, আমার কবিতা তোমার জন্য। কিন্তু আমার মনের সে গভীর ভাবনা আমি পারলাম না ফুটিয়ে তুলতে কাব্যে। তোমার নামের পরে আমি আর লিখতে পারলাম না কিছুই। এটা কাল রাতের কথা । আজ সকালে আমি বসে আছি সেই একই ডেস্কে। এখন সাতটা। এবং আমি এইমাত্র আমার লাল চা শেষ করলাম। আমি ভাবছি, যদি তুমি এখন এখানে থাকতে, কত সুখী, কত তৃপ্ত হতাম আমরা । এখন, এই চিঠিটা আমি তোমার কবরের ওপর রেখে আসব । একটা লাল গোলাপের সাথে। পুনশ্চ – আমার জানালায় এখনও একটা ছোট্ট কালো পতাকা লাগানো আছে। অনুবাদ : কাকলি গঙ্গোপাধ্যায় ৮৭
More Episodes
#kobita #bangla_kobita #abritti #Bengali_Poetry #abritti #আবৃত্তি #kobita_bangla ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী উচ্চারন - অরিজিৎ বনিক
Published 09/30/24
#kobita #bangla_kobita #abritti #Bengali_Poetry #abritti #আবৃত্তি #kobita_bangla ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী উচ্চারন - অরিজিৎ বনিক
Published 09/29/24