Episodes
#kobita #bangla_kobita #abritti #Bengali_Poetry #abritti #আবৃত্তি #kobita_bangla
ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী
উচ্চারন - অরিজিৎ বনিক
Published 09/30/24
#kobita #bangla_kobita #abritti #Bengali_Poetry #abritti #আবৃত্তি #kobita_bangla
ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী
উচ্চারন - অরিজিৎ বনিক
Published 09/29/24
ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী
উচ্চারন - অরিজিৎ বনিক
নিজের কাছে ফেরা
কতকাল ভালোবাসা হয় না নিজেকে !
অথচ যে মানুষটা উধাও হলো একলা রেখে, তার জন্য বুকের ভেতর কান্না জমে,
রাত্রি জানে ঘুম জমে না চোখের পাতায়, যন্ত্রণাতে!
কই, এই আমি তো আমায় ছেড়ে যাই নি কোথাও! দুঃখ দিই নি !
ওই যে মানুষ দুঃখ দিল, ভাসিয়ে দিল অথৈ জলে। যার জন্য হৃদয় জানল,
বিষাদ ছাড়া চোখের কোনো ভাষা হয় না ।
কান্না ছাড়া এই জনমে ভালোবাসা হয় না।
তার জন্য তবু কেন বুক ভাঙল ? গভীর রাতে গহিন কোথাও কুহক ডাকল!
এবার খানিক সময় পেলে গুছিয়ে...
Published 09/28/24
Sketch - Nilanjana Chakraborty
Vocal - Padmamouliswar Aditya
Recitation - Arijit Banik
কন্ঠ - পদ্মমৌলিশ্বর আদিত্য
ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী
উচ্চারন - অরিজিৎ বনিক
আমি চাইতাম প্রতিদিন অন্তত দশ মিনিটের জন্য আমাদের দেখা হোক,
মাঠ পেরিয়ে হাত ধরাধরি করে অন্তত একবার রেললাইন পার হতে হবে,বৃষ্টিতে
ভিজতে হবে,রাত জেগে ফোনে কথা বলতে হবে।
তুমি চেয়েছিলে আমাদের একটা সংসার হোক,
ছোট্ট রান্নাঘর, শোবার ঘরে দক্ষিনের জানালা, বিকেল বেলায় জানালায় চোখ
এলিয়ে আড়াইশো গ্রাম হলুদ,এক কেজি পেয়াঁজ,চারটে ডিমের ফর্দ...
Published 09/27/24
Sketch - Nilanjana Chakraborty
Recitation - Arijit Banik
Vocal - Padmamouliswar Aditya
ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী
উচ্চারন - অরিজিৎ বনিক
কন্ঠ- পদ্মমৌলিশ্বর আদিত্য
ছেড়ে চলে যাচ্ছো? যাও।
ছেড়ে চলে যেতে নির্দিষ্ট কোনো কারনের দরকার হয় না,জানি। কিন্তু একসাথে
দুজনেরই যেদিন ঘর বাধার অসুখ হয়েছিলো? সে অসুখটা সারিয়ে দিয়ে যাও।
ছেড়ে যাচ্ছো যাও, আটকানোর আমি কে?
কিন্তু যেদিন দিব্যি দিয়েছিলে, আমাকে ছেড়ে চলে যাওয়ার আগে যেনো তোমার
মৃত্যু হয়?
না না,তোমার মৃত্যু হোক আমি চাইছিনা,তুমি শুধু যাওয়ার আগে...
Published 09/26/24
Sketch - Nilanjana Chakraborty
Recitation - Arijit Banik
Vocal - Padmamouliswar Aditya
ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী
উচ্চারন - অরিজিৎ বনিক
কন্ঠ- পদ্মমৌলিশ্বর আদিত্য
তুমি যখন ছেড়ে চলে যাচ্ছিলে,আমার বারবার মনে হচ্ছিলো তোমাকে ভুলে যাওয়ার চাইতে সহজ কিছু আর এই পৃথিবীতে নেই,
অথচ ঘরে ফেরার পর দেখলাম আমার পুরো পৃথিবীটাকেই তুমি সাথে করে নিয়ে গেছো;
তুমি ছেড়ে চলে যাওয়ার পর আমার ছাদের ছোট্টো বাগানটায় কখনো নয়নতারা ফোটেনি,
দক্ষিনের জানালা দিয়ে রোদ ঢোকেনি নিয়মিত অভ্যাসে;
তুমি ছেড়ে যাওয়ার পর অভ্যস্ত আদরের...
Published 09/25/24
ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী
উচ্চারন - অরিজিৎ বনিক
Sketch - Nilanjana Chakraborty
Recitation - Arijit Banik
যদি তুমি ফিরে না আসো
শামসুর রাহমান
তুমি আমাকে ভুলে যাবে, আমি ভাবতেই পারি না
আমাকে মন থেকে মুছে ফেলে
তুমি
আছো এই সংসারে, হাঁটছো বারান্দায়, মুখ দেখছো
আয়নায়, আঙুলে জড়াচ্ছো চুল, দেখছো
তোমার সিঁথি দিয়ে বেরিয়ে গেছে অন্তুহীন উদ্যানের পথ, দেখছো
তোমার হাতের তালুতে ঝলমল করছে রূপালি শহর,
আমাকে মন থেকে মুছে ফেলে
তুমি অস্তিত্বের ভূভাগে ফোটাচ্ছো ফুল
আমি ভাবতেই পারি না।
যখনই ভাবি, হঠাৎ কোনো...
Published 09/24/24
ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী
উচ্চারন - অরিজিৎ বনিক
Sketch - Nilanjana Chakraborty
Recitation - Arijit Banik
বিশ্বাস- হুমায়ুন আজাদ
জানো, তুমি, সফল ও মহৎ হওয়ার জন্যে চমৎকার ভণ্ড হতে হয়?
বলতে হয়, এই অন্ধকার কেটে যাবে,
চাঁদ উঠবে, পুব দিগন্তে জুড়ে ঘটবে বিরাট ব্যাপক
সূর্যোদয়। বলতে হয়, প্রেমেই মানুষ বাঁচে,
বলতে হয়, অমৃতই সত্য বিষ সত্য নয়।
জানো, তুমি, মহৎ ও সফল হওয়ার জন্যে ভীষণ বিশ্বাসী হ'তে হয়?
বিশ্বাস রাখতে হয় সব কিছুতেই।
বলতে হয়, আমি বিশ্বাসী, আমি বিশ্বাস করি সভ্যতায়,
বলতে হয়,...
Published 09/23/24
ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী
উচ্চারন - অরিজিৎ বনিক
Sketch - Nilanjana Chakraborty
Recitation - Arijit Banik
মেঘ থমথম বৃষ্টির জল,মাথাব্যথা জ্বর,প্যারাসিটামল;
সব ছেড়ে যায়,তুমিও যাবে। জানতাম।
তবুও যখন সন্ধ্যে হতো,বাড়ি ফিরতে,অন্ধকারে;
বুকের ভেতর বারুদ নিয়ে তোমার পাশেই থাকতাম।
সত্যি সত্যি চলেই গেলে,
ভালোবাসা কে ভাড়া দেয় দুশো টাকার কানের দুলে;
আমিও চাইলে ভুলে যেতে পারতাম।
তবুও তখন সন্ধ্যে হতো,রাস্তাটাও অন্ধকারে;
তুমি নেই তো কী হয়েছে,তোমার দেওয়া দুঃখ আছে;
তোমার ফিরে আসার সেই রাস্তায় ঠাই দাঁড়িয়ে...
Published 09/22/24
ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী
উচ্চারন - অরিজিৎ বনিক
Sketch - Nilanjana Chakraborty
Recitation - Arijit Banik
তোমার মন খারাপ হলে আমার ভালোলাগে;
একটা আস্ত চকলেটের দোকান তোমার কোলে খুব মানাতো,আমার টাকাপয়সা কম তাই ফুল কিনে নিয়ে যাই,হাঁটু গেড়ে বসি,ভালোবাসি বলি,খুব তাড়াতাড়ি চাকরী পাওয়ার আশ্বাস দিই।
তোমার মন খারাপ হলে সূর্যাস্ত দেরীতে হয়,সিগারেট ছুঁই না,তোমাকে ছুঁয়ে বসে থাকি। তোমার বিড়াল তুলতুলি আমার দিকে নিষ্ঠুর সতীনের মতো তাকিয়ে থাকে।
তোমার মনখারাপ হলে জীবনানন্দের প্রেতাত্মা আরেকটা চান্স নেওয়ার...
Published 09/21/24
ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী
উচ্চারন - অরিজিৎ বনিক
Sketch - Nilanjana Chakraborty
Recitation - Arijit Banik
সাবধান হতে হবে,
বারবার সেইসব পরিচিত দুঃখের গান শুনে মানুষের কাছ থেকে আলাদা হওয়া যাবে না;
হেসে উড়িয়ে দিতে হবে সব ছুঁড়ে দেয়া বিদ্রুপ-
ইচ্ছের বিরুদ্ধে গিলতে হবে ভাত,তরকারি আর তুচ্ছতাচ্ছিল্য-
যেনো আমি কোনো মাথা উচিয়ে দাঁড়িয়ে থাকা ফাঁকা গোলপোস্ট,যতো পারো লাথি দাও-
যেনো আমি কোনো হারিয়ে যাওয়া মানিব্যাগের গোপন চিরকুট,ভাঙতি পাঁচ টাকা।
সাবধানে এড়িয়ে যেতে হবে প্রেমিকার সাথে দেবতা...
Published 09/20/24
#abritti #kobita #artisticcommunity
Sketch - Nilanjana Chakraborty
Recitation- Arijit Banik
চাইলেই এড়িয়ে যেতে পারি সব,
সিঁড়ি ভাঙার শব্দ শুনে তবু কান পাতি,চোখ চলে যায় শ্যাওলা ছাদে,ফিরে আমাকে আসতেই হয় তোমার কাছে।
সমর্পণের বেহায়া আলাপ ,তোমার অমন চুপ করে থাকা আমার কাছে প্রেম।
চাইলেই আমি চলে যেতে পারি,
ছেলেমানুষী ইচ্ছেরা তবু ট্রাফিকজ্যামের রেড সিগনালে তোমার কাছে ক্যালেন্ডারের পাতার মতো টাঙানো থাকে,
তুমি চোখ রাখলেই রোববার আর চোখ নামালে বৃহস্পতি।
হিসেবী খাতায় সব লিখে রাখি,মিলিয়ে নেওয়ার ইচ্ছে...
Published 09/19/24
#abritti #bangla_kobita #kobita
Published 09/18/24
#kobita #bangla_kobita #abritti #Bengali_Poetry #abritti #আবৃত্তি #kobita_bangla #কবিতা #কবিতা_আবৃত্তি #artprocess
#paintwithme
#artdemo
#artisticjourney
#artisticcommunity
#NilanjanaChakraborty #ArijitBanik
ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী
উচ্চারন - অরিজিৎ বনিক
Sketch - Nilanjana Chakraborty
Recitation - Arijit Banik
Published 09/17/24
কন্ঠ - পদ্মমৌলিশ্বর আদিত্য
ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী
উচ্চারন - অরিজিৎ বনিক
Vocal- Padma Mouliswar Aditya
Sketch - Nilanjana Chakraborty
Recitation - Arijit Banik
মুঠো খুলে দেখি আর কিছু নেই;
দেওয়ার মতো যা কিছু ছিলো;
বিকেল বেলা,টুকরো চিঠি,আদুরে আলাপ, সব নিয়ে গেছো;
ফিরিয়ে দেওয়ার বেলায় শুধু আমাকেই দিলে,
তাও অর্ধেক,আসল আমি টা তোমার কাছেই।
আমাকে কী তুমি দুঃখ ভাবো? পোষাক ভাবো?
শোবার ঘরে যাওয়ার আগে স্নানঘরে সব বদলে ফেলো,ঘ্রাণ ধুয়ে দাও আঁজলা জলে;
আমি যদি বিদ্রোহ করি? যদি বলি "থেকেই যাবো"...
Published 09/16/24
প্রিয় ছোট বয়স,
পড়ালেখা কম হলেও হোক, ( সবার হয়না)
জীবনে ঠিক ঠাক থাকতে চাইলে, বড় বেলায় কিছুটা শান্তি এবং সুখে থাকতে চাইলে
সবচেয়ে গুরুত্বপূর্ণ যা যা করা যাইতে পারে।
১. নিজের জীবন থেকে ভান ধরা কমায়ো ফেলো। তুমি যা, যা তোমার পরিচয়, যিনি তোমার বাবা,
যেই শ্রেনীতেই তুমি থাকো,
সেইটাই প্রকাশ কইরো।
কোনকিছু ঢাকার চেষ্টা কইরোনা।
বি অরিজিনাল।
কাউরে নকল করতে যাইয়োনা।
নিজের পরিচয়ে, অসন্তুষ্ট থাকলেও সেইটা লুকানোর চেষ্টা করবার মতন, কষ্টকর বোকামিটা করার দরকার নাই।
নিজের অবস্থান নিজের কাছে পরিস্কার...
Published 09/16/24
লালসাংলিয়ানি রালতে
(মিজোরাম)
তোমাকে একটি চিঠি
আমি তোমাকে নিয়ে একটি কবিতা লিখতে চেয়েছিলাম। যে তুমি,
আমার দীর্ঘদিনের আবেগ। আমি বসলাম
জানালার ধারে আমার ডেস্কটায়, যেখান থেকে দেখা যায়
তারাভরা রাত কত সুন্দর । আমার মনে পড়ছে,
তুমিও বসেছিলে আমার পাশেই, নিঃশব্দে, যেন ব্যাঘাত না ঘটে
আমার লেখায় ।
আমি চেষ্টা করলাম, আমার প্রথম পংক্তিটি লিখতে, চেষ্টা করলাম
আমার অনুভূতিকে শব্দে আঁকতে। কাব্যের ছন্দে আমি চাইলাম
তোমাকে বলতে, কিভাবে আমি তোমার মধ্যে খুঁজে পেয়েছি নিজেকে। তুমি,
কতটা মূল্যবান আমার কাছে; আমার...
Published 03/18/24
যে টেলিফোন আসার কথা
Published 03/08/24
তোমার জন্য ভাবি না
তুমি তোমার ছেলেকে
অহোরাত্রি অসংখ্য মিথ্যার বিষ গিলিয়েছ।
শৈশবে সে হাসেনি,
কেননা
সমবয়সীদের সে শত্রু বলে জানত।
যৌবনে সে নারীকে ভালবাসেনি,
কেননা
নারীকে সে নরক বলে জানে।
ধীরে-ধীরে সেই অকালবার্ধক্যের দিকে সে এখন
এগিয়ে যাচ্ছে,
চুলগুলিকে যা সাদা করে দেয়,
কিন্তু
চিত্তের মালিন্য যা মোচন করতে পারে না ।
তোমার জন্য আমার কোনো ভাবনা নেই,
কিন্তু
তোমার ছেলের জন্য আমার বড় দুঃখ হয়।
তুমি তোমার মেয়েকে
অহোরাত্রি অসংখ্য কুৎসার কালি
গিলিয়েছ।
শৈশবে সে ফুল কুড়ায়নি,
কেননা সে...
Published 02/22/24
মনে করো আমরা এখন পাহাড়ে,
অথবা সমুদ্রে।
মনে করো একটা গোটা সিনেমাহল শুধু আমাদের জন্য, অথবা পার্কের সব বেঞ্চ ফাঁকা
-যেমনটা চাও।
মনে করো আমাদের বিয়েতে কেউ উপহার দিয়ে গেছে প্যারিসের প্লেনের টিকিট,
তোমার আলমারিতে শাড়ির কালেকশন দেখে মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেছে তোমার হিংসুটে বান্ধবীর দল।
মনে করো আমার অফিসে অনেক কাজ,অনেক বড় চাকরি করি,সন্ধ্যেবেলা গাড়ি কিনতে যাবো একসাথে-একথা তুমি প্রতিবেশি বৌদিকে বলছো।
মনে করতে পারো বাচ্চাকে স্কুলে ভর্তি করিয়ে দিতে যাচ্ছি,সে কি ঠিকমতো নিজের নামের অর্থ বলতে...
Published 02/18/24
মানুষ বড় অভিমানী প্রাণী
-সাদাত হোসাইন
(উচ্চারন - অরিজিৎ বনিক)
মানুষ বড় অভিমানী প্রাণী ।
সে চায়, তার মন খারাপ হলে প্রিয় মানুষটাকে না বললেও সে বুঝে ফেলুক।
ফোন করে খানিক ম্লান গলায় ‘হ্যালো' বলতেই ওপারের মানুষটা বলুক,
‘তোমার মন খারাপ ?'
তার এলোমেলো চুল, খানিকটা লাল চোখ দেখে বলুক, ‘তোমার ঘুম হয় নি
টেনশন করছ কিছু নিয়ে ?'
রাতে ? দুঃস্বপ্ন দেখছ ? টেনশন করছ কিছু নিয়ে ?'
সে চায়, মানুষটা বুঝুক কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয়,
চোখের সামনে আলতো করে হাত ছুঁইয়ে বন্ধ করে দিতে হয় চোখের...
Published 02/17/24
উচ্চারন - অরিজিৎ বনিক
এই সিঁড়িতে পথ নেই নামার
এই যে অসংখ্য মানুষ ফেলে আমি চলে আসি তোমার কাছে,
অজস্র পথ রেখে চলে আসি তোমার পথে,
এই যে জগতের সব প্রাপ্তি উপেক্ষা করেও আমি অপেক্ষায় থাকি তোমার,
তুমি কি তা বুঝতে পারো ?
এই যে জলের মতন আমার বুকেও ছলাৎছলাৎ শব্দ হয়,
এই যে মেঘের মতো আমার বুকেও বিষাদ জমে,
এই যে বৃষ্টির মতো আমার চোখেও কান্না হয়,
তুমি কি তা বুঝতে পারো ?
এই যে অগণন ঠিকানা রেখেও আমি চিঠি লিখে যাই তোমার ঠিকানায়,
অগুনতি আনন্দ ফেলেও আমি দুঃখ পেতে যাই তোমার কাছে,
এই যে অসীম আকাশ ফেলেও আমি...
Published 02/16/24
উচ্চারন - অরিজিৎ বনিক
দুটি মাত্র অক্ষর
-সুনীল গঙ্গোপাধ্যায়
স্বপ্নে নয়, বুকের মধ্যে একটা কুঁড়েঘরের দরজায় দাঁড়িয়ে নীরা
হাত বাড়িয়ে দিয়ে বললে, এসো
তারপর আমি মাঠে মাঠে ঘুরছি, রোদ্দুরে ঝলসে যাচ্ছে
কপাল, কিংবা বৃষ্টি ভিজে সপসপে, ভয় দেখাচ্ছে
জ্যাঠামশাইয়ের বকুনির মতন মেঘের হুংকার
চটি ছিঁড়ে যাক, পায়ে কাঁটা ফুটুক
কিছু আসে যায় না, আমি শুধু শুনতে পাচ্ছি দুটিমাত্র অক্ষরের
পরম বাঙ্ময়তা, যেন মহাকাশের সংগীত
হাট করে খুলে যাচ্ছে দুনিয়ার সব দরজা
গভীর অরণ্য থেকে ভোরবেলায় আলো এসে বলছে,...
Published 02/16/24
‘বিচ্ছেদ মানে মৃত্যু আসলে!’
Published 09/21/23