Description
ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী
উচ্চারন - অরিজিৎ বনিক
Sketch - Nilanjana Chakraborty
Recitation - Arijit Banik
সাবধান হতে হবে,
বারবার সেইসব পরিচিত দুঃখের গান শুনে মানুষের কাছ থেকে আলাদা হওয়া যাবে না;
হেসে উড়িয়ে দিতে হবে সব ছুঁড়ে দেয়া বিদ্রুপ-
ইচ্ছের বিরুদ্ধে গিলতে হবে ভাত,তরকারি আর তুচ্ছতাচ্ছিল্য-
যেনো আমি কোনো মাথা উচিয়ে দাঁড়িয়ে থাকা ফাঁকা গোলপোস্ট,যতো পারো লাথি দাও-
যেনো আমি কোনো হারিয়ে যাওয়া মানিব্যাগের গোপন চিরকুট,ভাঙতি পাঁচ টাকা।
সাবধানে এড়িয়ে যেতে হবে প্রেমিকার সাথে দেবতা পাহাড়ে শীত ছোঁয়ার মৃদু প্রতিজ্ঞা-
ভুলে যেতে হবে প্রিয় সিগারেটের ব্র্যান্ড,বন্ধুদের অভিজাত আড্ডার স্মৃতি।
সাবধানে হাসতে হবে,শব্দ করা যাবে না-
যদিও হাসি খুব অপ্রাসঙ্গিক-
সাবধানে মনে মনে কাঁদতে হবে,কান্নারা শুধু সিনেমায় সুন্দর।
সাবধানে আরো কিছুদিন বেঁচে থেকে আরো সাবধানে মরে যেতে হবে চুপচাপ-
হাসপাতাল,আত্মীয়,শেষ স্নানের ঝক্কি এড়িয়ে।
সাবধান
©️স্বপ্নীল চক্রবর্ত্তী