Songsar I Swapnil Chakraborty I Padmamouliswar Aditya I Arijit Banik I Nilanjana chakraborty I
Description
Sketch - Nilanjana Chakraborty
Vocal - Padmamouliswar Aditya
Recitation - Arijit Banik
কন্ঠ - পদ্মমৌলিশ্বর আদিত্য
ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী
উচ্চারন - অরিজিৎ বনিক
আমি চাইতাম প্রতিদিন অন্তত দশ মিনিটের জন্য আমাদের দেখা হোক,
মাঠ পেরিয়ে হাত ধরাধরি করে অন্তত একবার রেললাইন পার হতে হবে,বৃষ্টিতে
ভিজতে হবে,রাত জেগে ফোনে কথা বলতে হবে।
তুমি চেয়েছিলে আমাদের একটা সংসার হোক,
ছোট্ট রান্নাঘর, শোবার ঘরে দক্ষিনের জানালা, বিকেল বেলায় জানালায় চোখ
এলিয়ে আড়াইশো গ্রাম হলুদ,এক কেজি পেয়াঁজ,চারটে ডিমের ফর্দ লেখা ।
তোমার চাওয়া দেখে আমিও বিপ্লবী হয়ে গেলাম,
কিছু একটা করতে হবে বলে রেসের ঘোড়ার মতো ছুটতে লাগলাম।
ছুটতে ছুটতে আমি এখন অনেক দূরে,
আমার আশেপাশে তোমাকে খুঁজে পাচ্ছিনা কোথাও
তুমিও এখন দিব্যি অন্য কারো সংসার সাজাচ্ছো,নিঃশ্বাস ফেলার জো নেই।
মাঝে মাঝে তোমার শহরে দমকা হাওয়ার সাথে বৃষ্টি আসে,
আমার ঘরের ইলেকট্রিসিটিও চলে যায় তখন,
চোখে জল না আসলেও দুজনেরই কান্না পায়,বুক ভাঙে,
আমরা টের পাই,ছোট্ট একটা সংসার বুকের ভেতরেও সাজানো থাকে।
সংসার
© স্বপ্নীল চক্রবর্ত্তী