Tomar Sathei Thaktam I Swapnil Chakraborty I Nilanjana Chakraborty I Arijit Banik
Description
ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী
উচ্চারন - অরিজিৎ বনিক
Sketch - Nilanjana Chakraborty
Recitation - Arijit Banik
মেঘ থমথম বৃষ্টির জল,মাথাব্যথা জ্বর,প্যারাসিটামল;
সব ছেড়ে যায়,তুমিও যাবে। জানতাম।
তবুও যখন সন্ধ্যে হতো,বাড়ি ফিরতে,অন্ধকারে;
বুকের ভেতর বারুদ নিয়ে তোমার পাশেই থাকতাম।
সত্যি সত্যি চলেই গেলে,
ভালোবাসা কে ভাড়া দেয় দুশো টাকার কানের দুলে;
আমিও চাইলে ভুলে যেতে পারতাম।
তবুও তখন সন্ধ্যে হতো,রাস্তাটাও অন্ধকারে;
তুমি নেই তো কী হয়েছে,তোমার দেওয়া দুঃখ আছে;
তোমার ফিরে আসার সেই রাস্তায় ঠাই দাঁড়িয়ে থাকতাম।
শেষ সিগারেট,লাইটার আর তোমার দেওয়া দুঃখটুকু বুক পকেটে রাখতাম।
-তোমার সাথেই থাকতাম
©️স্বপ্নীল চক্রবর্ত্তী