Nijer Manush I Swapnil Chakraborty I Padma Mouliswar Aditya I Nilanjana Chakraborty I Arijit Banik
Listen now
Description
কন্ঠ - পদ্মমৌলিশ্বর আদিত্য ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী উচ্চারন - অরিজিৎ বনিক Vocal- Padma Mouliswar Aditya Sketch - Nilanjana Chakraborty Recitation - Arijit Banik মুঠো খুলে দেখি আর কিছু নেই; দেওয়ার মতো যা কিছু ছিলো; বিকেল বেলা,টুকরো চিঠি,আদুরে আলাপ, সব নিয়ে গেছো; ফিরিয়ে দেওয়ার বেলায় শুধু আমাকেই দিলে, তাও অর্ধেক,আসল আমি টা তোমার কাছেই। আমাকে কী তুমি দুঃখ ভাবো? পোষাক ভাবো? শোবার ঘরে যাওয়ার আগে স্নানঘরে সব বদলে ফেলো,ঘ্রাণ ধুয়ে দাও আঁজলা জলে; আমি যদি বিদ্রোহ করি? যদি বলি "থেকেই যাবো" তোমার কাছে,রক্তে কিছুটা এখনো আছে, তাও নেবেনা? পুড়িয়ে ফেলবে? অন্য ছলে? তোমার নিজের মানুষ অংক বোঝে? জ্যামিতি কষে? গ্রাফিতি এঁকে বুঝিয়ে দেয়? স্বৈরাচারী আব্দারে রোজ মানচিত্রে আগুন লাগায়? জ্বর উঠলে জলপট্টি কে দিয়ে দেয়? ব্যথার ছলে আদর মাখায় সন্ধ্যে হলে? তাকে তুমি আগলে রেখো,যত্নে রেখো; আমি তো বুঝি কতোটা কী হয়, নিজের মানুষ বদলে গেলে। নিজের মানুষ ©️স্বপ্নীল চক্রবর্ত্তী
More Episodes
#kobita #bangla_kobita #abritti #Bengali_Poetry #abritti #আবৃত্তি #kobita_bangla ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী উচ্চারন - অরিজিৎ বনিক
Published 09/30/24
#kobita #bangla_kobita #abritti #Bengali_Poetry #abritti #আবৃত্তি #kobita_bangla ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী উচ্চারন - অরিজিৎ বনিক
Published 09/29/24