PROSTHANER PARABORTITE I S CHAKRABORTY I NILANJANA CHAKRABORTY I PADMAMOULISWAR ADITYA IARIJIT BANIK
Description
Sketch - Nilanjana Chakraborty
Recitation - Arijit Banik
Vocal - Padmamouliswar Aditya
ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী
উচ্চারন - অরিজিৎ বনিক
কন্ঠ- পদ্মমৌলিশ্বর আদিত্য
তুমি যখন ছেড়ে চলে যাচ্ছিলে,আমার বারবার মনে হচ্ছিলো তোমাকে ভুলে যাওয়ার চাইতে সহজ কিছু আর এই পৃথিবীতে নেই,
অথচ ঘরে ফেরার পর দেখলাম আমার পুরো পৃথিবীটাকেই তুমি সাথে করে নিয়ে গেছো;
তুমি ছেড়ে চলে যাওয়ার পর আমার ছাদের ছোট্টো বাগানটায় কখনো নয়নতারা ফোটেনি,
দক্ষিনের জানালা দিয়ে রোদ ঢোকেনি নিয়মিত অভ্যাসে;
তুমি ছেড়ে যাওয়ার পর অভ্যস্ত আদরের অভাবে আমার কখনো জ্বর ওঠেনি,
তারাহুরো করে চায়ের কাপে চুমুক দিতে গিয়ে ঠোঁট পুড়ে যায়নি,
অথচ আমি কী ভীষণভাবে চাইতাম আমার কোনো তীব্র অসুখ হোক;
তুমি ছেড়ে চলে যাওয়ার পর পাঁচ বছরের ছোট্ট মেয়েটা আমার কাছে কখনো বেলী ফুলের মালা বিক্রি করতে আসেনি,
রোদে দাঁড়িয়ে থাকতাম অথচ আমার আর কখনো মাথাব্যথা হয়নি,
পার্কে কিছুক্ষন বসার জন্য আড়াল খুঁজতে হয়নি।
তুমি ছেড়ে চলে গিয়েছিলে ঠিকই,অথচ তোমার অভাব আমাকে কখনো একা থাকতে দেয়নি।
-প্রস্থানের পরবর্তীতে
স্বপ্নীল চক্রবর্ত্তী