Tomar Mon Kharap Hole I Swapnil Chakraborty I Nilanjana Chakraborty I Arijit Banik I
Description
ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী
উচ্চারন - অরিজিৎ বনিক
Sketch - Nilanjana Chakraborty
Recitation - Arijit Banik
তোমার মন খারাপ হলে আমার ভালোলাগে;
একটা আস্ত চকলেটের দোকান তোমার কোলে খুব মানাতো,আমার টাকাপয়সা কম তাই ফুল কিনে নিয়ে যাই,হাঁটু গেড়ে বসি,ভালোবাসি বলি,খুব তাড়াতাড়ি চাকরী পাওয়ার আশ্বাস দিই।
তোমার মন খারাপ হলে সূর্যাস্ত দেরীতে হয়,সিগারেট ছুঁই না,তোমাকে ছুঁয়ে বসে থাকি। তোমার বিড়াল তুলতুলি আমার দিকে নিষ্ঠুর সতীনের মতো তাকিয়ে থাকে।
তোমার মনখারাপ হলে জীবনানন্দের প্রেতাত্মা আরেকটা চান্স নেওয়ার চেষ্টা করে,
উত্তম কুমারের আলৌকিক নাম্বার থেকে রোমান্টিক মেসেজ আসে।
তুমি পাত্তা দাও না,আমার হাত ধরে বসে একটা সমুদ্রসৈকতের কথা ভাবতে থাকো,যেখানটায় বছরে একবার অন্তত একজোড়া সুখী দম্পতি রহস্যজনকভাবে হারিয়ে যায়।
তোমার মন খারাপ হলে
©️স্বপ্নীল চক্রবর্ত্তী