অবশেষে জানা গেল কে করেছিলেন অকালবোধন? | Did Ram start Durga puja
Listen now
Description
বাঙালির সবথেকে বড় পুজো শারদীয়া দুর্গাপুজোর অপর নাম অকালবোধনের পুজো। অনেকেই বলেন এই অকালবোধন করেছিলেন রামচন্দ্র। অথচ বাল্মীকির রামায়ণ খুঁজলে কোথাও অকালবোধনের প্রসঙ্গ পাওয়া যায় না। রামচন্দ্র অকালবোধন করেছিলেন, তবে তিনি বাল্মীকির রাম নয়। তাহলে বাঙালি জনজীবনে কীভাবে এলো অকালবোধনের গল্প? We delve into the enchanting world of Durga Puja, where history and mythology intertwine. Explore the origins, rituals, and significance of this grand celebration. Discover the stories that have shaped this cultural phenomenon. Join us in unraveling the enchanting tapestry of Durga Puja's history and mythology. Let’s celebrate the biggest festival of Bengal পর্বপাঠ- শঙ্খ, বিভিন্ন চরিত্রে- বর্ণিশা ভট্টাচার্য ও শঙ্খ মূল রচনা- কাকালী রায় মণ্ডল, সম্পাদনা ও স্ক্রিপ্ট- কৌশিক রায়, সাউন্ড- ডিজাইন শঙ্খ, কভার- ইনভিজিবলম্যান।
More Episodes
ভীমনাগ তৈরি করেছিলেন লেডিকেনি। আজ প্রত্যেক হাটে-বাজারে এরকম কোনও মিষ্টির দোকান নেই যেখানে লেডিকেনি পাওয়া যায় না। কিভাবে তৈরি করেছিলেন তিনি সেই মিষ্টি? আজ থাকবে সে গল্প। আপনাদের জানিয়ে রাখি আজকের এই গল্পটি আমাদের বলেছেন ভীমনাগের পরিবারের এক সদস্য। তাই হাটে-বাজারে যেসব গুজব প্রচলিত আছে, সেসব বাদ...
Published 06/02/24
Published 06/02/24
বাংলায় লৌকিক দেব-দেবী বা অপদেবতার সংখ্যা নেহাত কম নয়। যাঁরা বিভূতিভূষণের লেখা পড়েছেন তাঁরা রঙ্কিণী দেবী, জ্বরাসুরের মতো এরকম অপদেবতারদের নাম শুনে থাকবেন। এছাড়াও কালু রায়, বনবিবি, ষষ্ঠীঠাকুর, পেঁচা-পেঁচি আরও কত যে লৌকিক দেবতারা আছেন তা গুণে শেষ হবে না। এই সমস্ত দেবতা কিন্তু বাংলার নিজস্ব দেবতা।...
Published 05/26/24