Trailer:কীভাবে কুখ্যাত জার্মান সেনাপ্রধানকে অপহরণ করেছিল ইজরায়েল? |Operation final:Eichmann Hijacked
Listen now
Description
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হিটলারের হলোকাস্টে হত্যা করা হল ষাট লক্ষ ইহুদীকে। দেশহীন ইহুদীরা ঈশ্বরের ভরসা ছেড়ে নিজেদের প্রমিস ল্যান্ড নিজেরাই বুঝে নেওয়ার প্রতিজ্ঞা করল। বিশ্বের মানচিত্রে জন্ম নিলো এক নতুন দেশ- ইজরায়েল। জন্মলগ্ন থেকেই ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ বুঝিয়ে দিল, বিশ্বের যে প্রান্তেই ইহুদী নিগ্রহ হোক, তারা তার বদলা যে কোনও মূল্যে নেবে। মোসাদের ১ নম্বর হিটলিস্টে নাম উঠে এলো অ্যাডলফ আইখম্যানের। অ্যাডলফ হিটলারের ঘনিষ্ঠ অ্যাডলফ আইখম্যান ছিলেন হলোকাস্টে ইহুদী হত্যার মাস্টার মাইন্ড। মোসাদের এজেন্টরা সারা ইউরোপ তন্নতন্ন করে খুঁজে চলল আইখম্যানকে। কিন্তু আইখম্যান যেন যুদ্ধের পরে ভ্যানিশ! তবে মোসাদ চেষ্টা ছাড়েনি। আইখম্যানকে তারা খুঁজে এনেছিল আর প্রকাশ্যে সমগ্র বিশ্বের সামনে তাঁকে ফাঁসিতে ঝুলিয়েছিল মোসাদ। সমগ্র বিশ্ব দেখেছিল মোসাদ ঠিক কতটা দুঃসাহসী, কতটা দক্ষ আর ঠিক কতটা তারা বদলা নিতে বদ্ধপরিকর। কীভাবে মোসাদ খুঁজে পেয়েছিল আইখম্যানকে? কীভাবে মোসাদ অন্য একটি দেশ থেকে সবার চোখে ধুলো দিয়ে আইখম্যানকে ইজরায়েলে নিয়ে এসেছিল? রুদ্ধশ্বাস টান টান এক ব্ল্যাক অপারেশনের গল্প আসছে এবার ক্লক টাওয়ারে। এমন এক অভিযানের গল্প যা কাল্পনিক স্পাই থ্রিলারকেও হার মানায়। প্রখ্যাত ননফিকশন লেখক কাজল ভট্টাচার্যের ব্ল্যাক অপারেশন ১ থেকে আসছে আইখম্যানের শেষ প্রহর। চারপর্বের মেগাস্টোরি শুনুন শুধুমাত্র ক্লক টাওয়ারে। In association with Thrillerland and Countless tales. শুনতে হলে আজই সাবস্ক্রাইব করে রাখুন- ক্লক টাওয়ার।
More Episodes
ভীমনাগ তৈরি করেছিলেন লেডিকেনি। আজ প্রত্যেক হাটে-বাজারে এরকম কোনও মিষ্টির দোকান নেই যেখানে লেডিকেনি পাওয়া যায় না। কিভাবে তৈরি করেছিলেন তিনি সেই মিষ্টি? আজ থাকবে সে গল্প। আপনাদের জানিয়ে রাখি আজকের এই গল্পটি আমাদের বলেছেন ভীমনাগের পরিবারের এক সদস্য। তাই হাটে-বাজারে যেসব গুজব প্রচলিত আছে, সেসব বাদ...
Published 06/02/24
Published 06/02/24
বাংলায় লৌকিক দেব-দেবী বা অপদেবতার সংখ্যা নেহাত কম নয়। যাঁরা বিভূতিভূষণের লেখা পড়েছেন তাঁরা রঙ্কিণী দেবী, জ্বরাসুরের মতো এরকম অপদেবতারদের নাম শুনে থাকবেন। এছাড়াও কালু রায়, বনবিবি, ষষ্ঠীঠাকুর, পেঁচা-পেঁচি আরও কত যে লৌকিক দেবতারা আছেন তা গুণে শেষ হবে না। এই সমস্ত দেবতা কিন্তু বাংলার নিজস্ব দেবতা।...
Published 05/26/24