কিভাবে scotland yard উদ্ধার করেছিল ভারতীয় যুবরাজকে?
Listen now
Description
সে অনেককাল আগের কথা। তখন দেশে ইংরেজ শাসন চলছে। আমাদেরই দেশের এক যুবরাজ বিদেশে পড়তে গিয়েছিলেন। এক ছুটিতে বাড়ি ফেরার সময় যুবরাজ পথেই অপহৃত হলেন। একজন ভারতীয় রাজার পুত্র বিলেতের মাটি থেকে নিরুদ্দেশ এ কোনও ছোটখাটো অপরাধ নয়। ব্রিটিশ সরকার নড়ে চড়ে বসলেন। কেস দেওয়া হল স্কটল্যান্ড ইয়ার্ডকে। স্কটল্যান্ড ইয়ার্ড মাত্র একটি সূত্রের উপরে নির্ভর করে উদ্ধার করেছিল যুবরাজকে। কি অবিশ্বাস্য লাগছে? তাহলে শুনতে থাকুন এই পর্ব। হেমেন্দ্র কুমার রায় নামটি বাংলার রহস্য রোমাঞ্চ পাঠকের মধ্যে বহুল পরিচিত। তাঁর অনবদ্য লেখনী পাঠককে নিয়ে যায় এক অন্য রোমাঞ্চের জগতে। লেখকের কুমার-বিমল সিরিজ বাংলার ক্লাসিক রোমাঞ্চ সিরিজ গুলির মধ্যে একটি। এহেন লেখক শুধু কল্পিত রহস্য-রোমাঞ্চের গল্পেই সীমাবদ্ধ ছিলেন না। তিনি লিখেছিলেন একাধিক সত্যি ঘটনা নির্ভর ননফিকশন সিরিজ। দুর্ভাগ্যবশত আমাদের অজ্ঞতার কারণেই সেসব লেখার বেশির ভাগটাই সিংহভাগ বাঙালি পাঠকের কাছে অধরা রয়ে গিয়েছে। আজ আমরা পাঠ করি লেখকের এরকমই একটি স্বল্পালোচিত সত্যি রহস্য ঘটনা। এই গল্পটি আমরা নিয়েছি হেমেন্দ্রকুমার রায় রচনাবলী পঞ্চম খণ্ড থেকে। আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব ক্রু আর সঙ্গে থাকুন। শুরু হচ্ছে আজকের গল্প 'যুবরাজ চুরি'। পর্বপাঠ - শঙ্খ নারী চরিত্রে- বর্ণিশা। মূল রচনা- হেমেন্দ্রকুমার রায়। স্ক্রিপ্ট ও সূত্রধার -কৌশিক রায়। সাউন্ড ডিজাইন -শঙ্খ। কভার - শুচিস্মিতা ভিএফএক্স- ইনভিজিবলম্যান।
More Episodes
জন্মের সময় তাঁরও নাম ছিল 'রাম'। সম্ভবত ভারতীয় পুরাণের একমাত্র মানব চরিত্র যাঁকে রামায়ণ ও মহাভারত দুই মহাকাব্যে দেখা যায়। দুই মহাকাব্য ছাড়াও পরশুরামের দেখা পাওয়া যায় অগ্নিপুরাণ, স্কন্দপুরাণ, ব্রহ্মবৈবর্ত্তপুরাণ, ভাগবতপুরাণে। হিন্দু পুরাণের সাতজন চিরঞ্জীবী বা অমরদের একজন তিনি। যাঁর কুঠারের সামনে...
Published 04/28/24
Published 04/28/24
এখন থেকে দুশো বছর আগে ১৮২২ সালে কলকাতায় এসেছিলেন ফ্রান্সেস স্যুজেনা আরচার। অবশ্য কলকাতায় তিনি বেশি পরিচিতি লাভ করেন ফ্যানি পার্কস এই নামে। স্বামী চার্লস পার্কস ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানি। স্বামীর সঙ্গে চাকরি সূত্রে ভারতের বিভিন্ন জায়গায় ঘোরার অভিজ্ঞতা লিপিবদ্ধ করে রাখতেন ডায়রির পাতায়।...
Published 04/14/24