ইসলামি গান | মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ| যুগাভিনয়
Listen now
Description
#mtabangla #MuslimTVBangla Listen on YouTube | Facebook @mtabangla https://anchor.fm/bangla-nazam যুগাভিনয় মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ নবযুগ মঞ্চেতে হয় সদা অভিনয়, অবতার সাজে কেহ, কেহ দুশমন হয়। উৎসুক থাকে সদা দর্শক সকলে, দেখি কার জয় কেবা ধ্বংসের কবলে। ঐ দেখ অবতার, বাঁশরীটি হাতে তাঁর, যুগে যুগে বাজায় বাঁশী, থামাইবে সাধ্য কার? একদল নাচে দেখ, মঞ্চের উপরে, মাথাগুলি নীচে, আর পদগুলি উপরে। ইহারাই নমরুদ, রাবণ আর কংশ, শাদ্দাদ, ফেরাউন, জাহিলের বংশ। মুখে বলে নবযুগ নাহি দিব আসিতে, মিথ্যুক অবতার, মােরা ভবে থাকিতে। তবু দেখ সাধুগণ, এক দুই করিয়া, বাঁশীর মধুর তানে, অবতার মানিয়া- চারা গাছ মত চলে, দিন দিন বাড়িয়া, দুষ্টের দলে উঠে, হিংসায় জ্বলিয়া। অভিযান চালনার, বিধাতাই নিল ভার, প্রতিনিধি হয়ে শুধু কাজ করে অবতার। এই যুগে দেখ ভাই অনুরূপ ঘটনা, ইমাম মাহদী করে নবযুগ সূচনা। নবযুগ মঞ্চেতে হয় সদা অভিনয়, অবতার সাজে কেহ, কেহ দুশমন হয়।
More Episodes
Listen on YouTube | Facebook @mtabangla কেন ওরে ইসলাম, আঁখি কোণে তাের জল জ্বরাজীর্ণ, হ’ল কেন তব, সুন্দর দেহ বল? মনে পড়ে তুমি, এসেছিলে যবে হেরা গুহে আরবের; স্বরগে-মরতে, আকাশে-বাতাসে উঠেছিল মহাঝড়। শিশু হেন তোর, মক্কা নগরে, তেরটি বছর গেল | না চিনিয়া আহা! জাহিল লােকেরা, কত না যাতনা...
Published 07/28/21
#mtabangla #MuslimTVBangla Listen on YouTube | Facebook @mtabangla খেলাফত হ'তে আসিয়াছে ডাক, জাগরে নওজোয়ান, তােমাদের হাতে আসিবে বিজয়, সাথে আছে রহমান। জাগরে নওজোয়ান (২) সাম্প্রদায়িক সীমারেখা আজি, করে দাও চুরমার- মুসলিম নামী, যত ভাই সবে, করে দাও একাকার! ঐ দেখ চেয়ে, দজ্জালী...
Published 07/27/21