Episodes
Listen on YouTube | Facebook @mtabangla কেন ওরে ইসলাম, আঁখি কোণে তাের জল জ্বরাজীর্ণ, হ’ল কেন তব, সুন্দর দেহ বল? মনে পড়ে তুমি, এসেছিলে যবে হেরা গুহে আরবের; স্বরগে-মরতে, আকাশে-বাতাসে উঠেছিল মহাঝড়। শিশু হেন তোর, মক্কা নগরে, তেরটি বছর গেল | না চিনিয়া আহা! জাহিল লােকেরা, কত না যাতনা দিল। অবশেষে তুমি, বালক বয়সে, মদিনাতে গেলে চলি পথে গারে-সাওর, মরু প্রান্তর, ধীরে ধীরে পার হলি। শশীকলা সম, বেড়ে হয়েছিলে, সুঠাম নওজোয়ান; আনসার আর মােহাজেরে মিলে, গেয়েছিলে জয়গান। গগণ-ভূবণ, করি’...
Published 07/28/21
#mtabangla #MuslimTVBangla Listen on YouTube | Facebook @mtabangla খেলাফত হ'তে আসিয়াছে ডাক, জাগরে নওজোয়ান, তােমাদের হাতে আসিবে বিজয়, সাথে আছে রহমান। জাগরে নওজোয়ান (২) সাম্প্রদায়িক সীমারেখা আজি, করে দাও চুরমার- মুসলিম নামী, যত ভাই সবে, করে দাও একাকার! ঐ দেখ চেয়ে, দজ্জালী যারা, দুনিয়া ছাইয়া, হইয়াছে খাড়া, তােমরা তরুণ, লইয়া কোরআন, হও ত্বরা আগুয়ান। জাগরে নওজোয়ান (২) ইসলাম নাম শান্তির সুধা, লয়ে যাও ঘরে ঘরে, বিলাস-বিভব, আরাম আয়েশ, ছাড়িয়া দ্বীনের তরে, ঐ শুন বাজে যুগরণ...
Published 07/27/21
#mtabangla #MuslimTVBangla Listen on YouTube | Facebook @mtabangla ময়দানে এসেছি ইমাম মাহদীজীর লস্কর; রে ভাই ওহে দ্বীনদার মুসলমান, রাখ কি খবর? ময়দানে এসেছি ইমাম মাহদীজীর লস্কর। রে ভাই মােদের সাথে লড়তে পারে, এমন শক্তি কেবা ধরে, কোরআন মােদের সবার করে যেন দীপ্ত-দিবাকর। ময়দানে এসেছি ইমাম মাহদীজীর লস্কর। নইকো মােরা ছদ্মবেশী রাজ্য-লােভী, অবিশ্বাসী, ইমাম মাহদীর দীক্ষা নিয়ে, পেয়েছি এলাহির-বর। ‘সুলতানুল কলমের জোরে, যাই মানবের অন্তঃপুরে মােহাম্মদের প্রেমের ডােরে, বান্ধি মােরা...
Published 07/27/21
#MuslimTVBangla #Bangla_Nazam #mtabangla  Listen on YouTube | Facebook @mtabangla  ঈদে মিলাদুন্নবী গাে আজিকে, ঈদে মিলাদুন্নবী বারই রবিউল আওয়াল আজিকে ঈদে মিলাদুন্নবী মিলাদ মাহফিলে, আলেম সকলে, সজল নয়নে কন  “এমনি এদিনে, আরব জমিনে নবীজী জন্ম হন।   জান্নাত হতে এসেছিল হুর, করিতে নবীর সেবা।”  দুনিয়াতে যার, কেহ নাহি আর, হুর ছাড়া সেবে কে বা? জন্মের আরও ছয় মাস আগে নবীজী পিতৃহারা,  ছয় বছরের সময়ে নবীর, মাতাজীও গেল মারা।  শিশু নবীজীর তরে দাদাজীর হৃদয়ে বিষম ব্যথা,  কোলে কাঁধে করে, নাতী দুলালেরে,...
Published 07/06/21
#mtabangla #MuslimTVBanglaListen on YouTube | Facebook @mtabangla   কোরআন পড়, মনে আশা, জানতে যদি নবীর শান  জানতে যদি নবীর শান।  দুর্দশা আর হত না ভাই, থাকত যদি সে-ই ঈমান জানতে যদি নবীর শান  নবীজী “খাতামান্নাবীয়ীন”, “রাহমাতুল্লিল আলামীন”,  তার উম্মতে খিতাব পাইল, “কুন্তুম খায়রা উম্মাতিন” আওয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী, আহমদ মােহাম্মদ নবী, কেহ নাই আর, তার সমান জানতে যদি নবীর শান ॥  নবীজী ঘুমায় মাটিতে, ঈসা নবী আকাশেতে, নবীর সম্মান হানি তাতে-ভাবলে, পাইবে সেই সন্ধান জানতে যদি নবীর শান ॥...
Published 06/29/21
#mtabangla #MuslimTVBangla Listen on YouTube | Facebook @mtabangla খাতামান্নাবিয়ীন, মানে সকল মােমেনীন, না মানিলে থাকতে পারিবেনা মুসলমান (২) দেখ সবে কোরআন খুলে, পরওয়ার দিগারে বলে, সূরা আহযাবের মাঝারে, এই মত ভাষণ “মােহাম্মদ নয় তােমাদের, পিতা জোয়ান পুরুষের, কিন্তু রাসূলুল্লাহে ওয়া খাতামান্নাবিয়ীন” আল্লাহতা'লার নূর দিয়া, নূর নবী বানাইয়া, তাঁর নূরে বানাইল, তামাম জাহান, খুলুকী আজীম নবী, তাঁর নূরে সৃষ্টি সব-ই, নবীজীর নূরেতে সৃষ্টি, জমিন ও আসমান; দেখ ভাই হাদিস খুলিয়া নবীজী গেছেন...
Published 06/22/21
#mtabangla #MuslimTVBangla Listen on YouTube | Facebook @mtabangla https://anchor.fm/bangla-nazam যুগাভিনয় মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ নবযুগ মঞ্চেতে হয় সদা অভিনয়, অবতার সাজে কেহ, কেহ দুশমন হয়। উৎসুক থাকে সদা দর্শক সকলে, দেখি কার জয় কেবা ধ্বংসের কবলে। ঐ দেখ অবতার, বাঁশরীটি হাতে তাঁর, যুগে যুগে বাজায় বাঁশী, থামাইবে সাধ্য কার? একদল নাচে দেখ, মঞ্চের উপরে, মাথাগুলি নীচে, আর পদগুলি উপরে। ইহারাই নমরুদ, রাবণ আর কংশ, শাদ্দাদ, ফেরাউন, জাহিলের বংশ। মুখে বলে নবযুগ নাহি দিব...
Published 06/14/21
আখেরী জামানা আখেরী জামানা আসিয়াছে ভাই, এইতাে আখেরী জামানা; ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শুন না? এইতাে আখেরী জামানা। চৌদ্দ শতাব্দী হয়ে গেছে পার, তােমরা কি তাহা জান না? একই রমযানে চাদে ও সুরুযে, গ্রহণ লাগিল দেখ না। পূর্ব গগণে ধুমকেতু এল, জমি ঘন ঘন কাঁপিয়া বলিল- “দ্বীনের মাহদী আসিয়াছে ভবে” কান খুলে কেন শুন না? এইতাে আখেরী জামানা। মরুভূমি হল উষ্ট্র বেকার, মানুষ উড়িলো আকাশে; জুয়া-ব্যাভিচার চোরাকারবার, করিতেছে লােকে হরষে। হিলা শরা দিয়া ফাছেকের দল, দাঁত বের করে হাসে...
Published 06/08/21
জিয়ন কাঠি মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ দ্বীন ইসলাম আজ কান্ডারী হীন, খলিফা নাহিক তাঁর, হিজরী সনের তের শতাব্দী ধীরে ধীরে হ'ল পার। হানাফী, শাফেয়ী, শিয়া ও সুন্নী, মালেকী ও হাম্বলী, নানাবিধ নামে, বাহাত্তর ভাগে, করিয়াছে দলাদলি। নিজ নিজ দলে, খুশিতে সকলে ভুলিয়াছে সেই শান, খাটি তৌহিদ ঝান্ডার তলে, ছিল যে মুসলমান। কুল মােমিনীন ইসলামী দেহ, খলিফা তাহার প্রাণ, খলিফা-বিহীন, প্রাণহীন দীন, নাহিকো তাহার মান। মরিয়াছে দীন, পচিয়াছে দেহ, রটিয়াছে দুর্নাম, শিয়াল শকুনী-নাছারার দল, গ্রাস করে...
Published 05/31/21
কুরআন ও হাদিস নিয়ে বহু বছর ধরে গবেষণা করে হাফেজ মোহাম্মদ ইউনুস ভুইয়্যা তাঁর এই ইসলামিক গজলটি রচনা করেছেন।
Published 05/30/21