ইসলামি গান | মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ | জিয়ন কাঠি
Listen now
Description
জিয়ন কাঠি মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ দ্বীন ইসলাম আজ কান্ডারী হীন, খলিফা নাহিক তাঁর, হিজরী সনের তের শতাব্দী ধীরে ধীরে হ'ল পার। হানাফী, শাফেয়ী, শিয়া ও সুন্নী, মালেকী ও হাম্বলী, নানাবিধ নামে, বাহাত্তর ভাগে, করিয়াছে দলাদলি। নিজ নিজ দলে, খুশিতে সকলে ভুলিয়াছে সেই শান, খাটি তৌহিদ ঝান্ডার তলে, ছিল যে মুসলমান। কুল মােমিনীন ইসলামী দেহ, খলিফা তাহার প্রাণ, খলিফা-বিহীন, প্রাণহীন দীন, নাহিকো তাহার মান। মরিয়াছে দীন, পচিয়াছে দেহ, রটিয়াছে দুর্নাম, শিয়াল শকুনী-নাছারার দল, গ্রাস করে ইসলাম। তাইতাে করিল মুসলিমগণে, ‘খেলাফত আন্দোলন, শিহরিয়া উঠে মুমিনের প্রাণ, থামে নাকো ক্রন্দন, কত গেল জেলে, বাড়ী ঘর ফেলে, শৃঙ্খল হাতে পায়, তবু খেলাফত, হ'ল না কায়েম, সবে করে “হায় হায়! “শব-দেহ” নিয়ে করে টানাটানি, নিম-মােল্লার কুল, মনে পড়ে যাহা বলেছেন কবি, বিদ্রোহী নজরুলঃ “বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনাে বসে, বিবি তালাকের ফতােয়া খুঁজেছি, ফেকা ও হাদিস চষে।” ইসলামের এই দুর্দশা দেখে, আল্লাহু রহমান, উথলিয়া উঠে করুণা সাগর, করিলেন দয়া দান। মসীহে মাওউদ, ইমাম মাহদী, পাঠালেন ধরাধামে, আশৈশব যে আশেকে রসূল, ডুবে থাকে সেই নামে। মৃতদেহ-বৎ দীন ইসলামের চারিদিকে ঘুরে ঘুরে, নয়নের জলে ভাসিয়া মাহদী ডাকেন করুণ সুরেঃ “তুমি নবীজীর আচলের নিধি, জিয়, জিয়, জিয় জিয়, দীন দুনিয়ার মালিক হে প্রভু! তুমি জিয়াইয়া দিও”। কহে রহমান, “জীয়ন কাঠিরে, অদল বদল কর, সর্পের মত উঠিবে গর্জে, ধরিও মাথার পর। শিয়রেতে কাঠি ‘জিন্দা মসীহ', লেখা আছে তাতে আর ‘মৃত মােহাম্মদ নামে লিখা কাঠি নীচু ভাগে আছে তার। সাবধানে তুমি করিও বদল, শিয়রে ‘জিন্দা নবী’ ‘মুর্দা মসীহ' নীচু ভাগে দিও তবে হবে নব ছবি।” স্বয়ং খােদার, পেয়ে ফরমান বজ্রনিনাদ স্বরে,
More Episodes
Listen on YouTube | Facebook @mtabangla কেন ওরে ইসলাম, আঁখি কোণে তাের জল জ্বরাজীর্ণ, হ’ল কেন তব, সুন্দর দেহ বল? মনে পড়ে তুমি, এসেছিলে যবে হেরা গুহে আরবের; স্বরগে-মরতে, আকাশে-বাতাসে উঠেছিল মহাঝড়। শিশু হেন তোর, মক্কা নগরে, তেরটি বছর গেল | না চিনিয়া আহা! জাহিল লােকেরা, কত না যাতনা...
Published 07/28/21
#mtabangla #MuslimTVBangla Listen on YouTube | Facebook @mtabangla খেলাফত হ'তে আসিয়াছে ডাক, জাগরে নওজোয়ান, তােমাদের হাতে আসিবে বিজয়, সাথে আছে রহমান। জাগরে নওজোয়ান (২) সাম্প্রদায়িক সীমারেখা আজি, করে দাও চুরমার- মুসলিম নামী, যত ভাই সবে, করে দাও একাকার! ঐ দেখ চেয়ে, দজ্জালী...
Published 07/27/21